Home চট্টগ্রাম গাউসিয়া কমিটির মানববন্ধন ও বিক্ষোভ

গাউসিয়া কমিটির মানববন্ধন ও বিক্ষোভ

বিশ্বনবী হযরত মুহাম্মদ ( স:) এর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে জামালখান প্রেস ক্লাব চত্বরে মানবন্ধন ও বিক্ষোভ করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

সোমবার (০৯ নভেম্বর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ফ্রান্সে প্রকাশিত মহানবীর ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবসহ ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার দাবি জানানো হয়।

আনজুমান- এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাটের সিনিয়ন সহ – সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন বলেন, তথাকথিত বাক স্বাধীনতার নামে মহানবীর ব্যাঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্স সরকার ও কার্টুন সাময়িকী শার্লি বলো ক্ষমার অযােগ্য দৃষ্টতা দেখিয়েছে। ফ্রান্স অতীতেও এ ধরণের দৃষ্টতা দেখিয়েছে। এর জন্য ফ্রান্স সরকারকে বিশ্ববাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং আজীবনের জন্য শার্লি এবদো সাময়িকীটি নিষিদ্ধ করতে হবে। একই সাথে কার্টুনিস্ট ও সম্পাদককে গ্রেপ্তার ও দৃষ্টমূলক শান্তি নিশ্চিত করতে হবে ।

এ সময় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয় রহমান, কেন্দ্রীয় মহাসচিব শাহজাদ ইবনে দিদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহী শিকদার, দক্ষিণ জেলার সভাপতি কামরুদ্দিন সবুর, মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয় ফাজিলের অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা নুর মােহাম্মদ আল কাদেরী, মহানগৱ গাউসিয়া কমিটির আহ্বায়ক সেকান্দর হােসেন, সদস্য সচিব সাদেক হােসেন পায়ু, উত্তর জেলার সি, সহসভাপতি ইয়াছিন হায়দরী, সাধারণ সম্পাদন এভ, জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার হাবীব উল্লাহ, কেন্দ্রীয় মিডিয়া সেল প্রধান অধ আবু তালেব বেলাল, সদস্য এরশাল খতিবী, উত্তর জেলার প্রচার সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, চান্দগাঁও থানা সাধারণ সম্পাদক ও করােনাকালীন সেবা কার্যক্রম এর সদস্য আলহ আবদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে একটি বিশাল মিছিল প্রেসক্লাব হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লালদিঘি চত্বরে গিয়ে শেষ হয়।