Home আন্তর্জাতিক ফরাসি প্রেসিডেন্টকে চড় অজ্ঞাতপরিচয় হামলাকারীর

ফরাসি প্রেসিডেন্টকে চড় অজ্ঞাতপরিচয় হামলাকারীর

মাক্রঁ

ফরাসি প্রেসিডেন্টকে চড়! ‘দেশের মানুষের মন বুঝতে’ বিরাট অভিযান কর্মসূচি হাতে নিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রঁ। সেই কর্মসূচির আওতায় মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের ড্রোম এলাকায় যান মাক্রঁ। সেখানে তিনি আসছেন শুনে হাজির হয়েছিলেন বহু মানুষ। আচমকা সবার চোখের সামনে প্রেসিডেন্টের গালে থাপ্পড় মারে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। এঘটনায় গ্রেফতার হয়েছে দুজন।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শার্ট স্লিভস পরা ফরাসি প্রেসিডেন্ট ধাতব ব্যারিকেডের ওপারে জমায়েত হওয়া লোকজনের উদ্দেশে হাত নাড়ছেন। তাঁদের বেশ খানিকটা কাছে চলে গিয়েছেন। ভিড়ের মধ্যে একটি লোকের সঙ্গে করমর্দন করতে তিনি হাত বাড়িয়ে দিচ্ছেন। ঠিক তখনই লোকটি ‘মাক্রঁ নিপাত যাক’ বলে চিত্কার করে উঠে সপাটে চড় মারে প্রেসিডেন্টকে। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের দেহরক্ষীরা ছুটে এসে তাঁকে সরিয়ে নিয়ে যান। হামলাকারী লোকটিকেও দ্রুত ধরে কাবু করে মাটিতে ফেলে দেন তাঁরা। লোকটির মুখে ছিল মাস্ক, চোখে চশমা, গায়ে সবুজ টি শার্ট।

স্থানীয় মিডিয়ার খবর, প্রেসিডেন্টের ওপর আক্রমণের ঘটনায় ধৃতদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি নিশ্চিত করে। ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ কাটেক্স এমন ঘটনা গণতন্ত্রের পরিপন্থী আখ্যা দিয়েছেন। জানা গিয়েছে, মাক্রঁ ওই এলাকায় রেস্তোরাঁর মালিক, কর্মচারী ও পড়ুয়াদের সঙ্গে দেখা করে কোভিড-১৯ অতিমারী পরবর্তী সময়ে কীভাবে, কতটা জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, সে ব্যাপারে কথা বলছিলেন। হামলার পরও কয়েক সেকেন্ড ঘটনাস্থলের আশপাশেই ছিলেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছে। তবে এর বেশি কিছু জানায়নি তারা।
একটি সূত্রের বক্তব্য, মাক্রঁকে চড় মারা লোকটিকে ফরাসি ভাষায় আরও কিছু বলতে শোনা যায়, যা নাকি ফ্রান্সে রাজতন্ত্র বহাল থাকাকালে ফরাসি সেনাবাহিনী রণাঙ্গনে চিত্কার করে উচ্চারণ করত।

বিজনেসটুডে২৪ ডেস্ক