যুক্তরাষ্ট্র:
ফাইজার বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি অ্যালেক্স আজার সাংবাদিকদের জানান, তার বিভাগ ফাইজার নিয়ে কাজ করা শুরু করবে যেন গণ টিকাদান কর্মসূচী সোম বা মঙ্গলবারে শুরু করা যায়।
ভ্যাকসিনটির অনুমোদন দেওয়ার জন্য এফডিএর ওপর ব্যাপক চাপ প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছে ৩০০০ মানুষ। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩ লাখের বেশি।
শুক্রবার এফডিএ প্রধান স্টিফেন হ্যানকে বলা হয়, হয় এই ভ্যাকসিনের অনুমোদন দাও নইলে পদত্যাগ করো। তবে মার্কিন গণমাধ্যমের এমন বক্তব্য সঠিক নয় বলেই জানান হ্যান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ২৪ ঘণ্টারও কম সময়ে এই ভ্যাকসিনের ব্যবহার শুরু হবে।
এরই মধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরবে নিয়ন্ত্রকের অনুমোদন পেয়েছে ফাইজারের ভ্যাকসিন।
-বিজনেসটুডে২৪ ডেস্ক