Home Second Lead ফাইজারের টিকার প্রথম চালান কুয়েতে পৌঁছেছে

ফাইজারের টিকার প্রথম চালান কুয়েতে পৌঁছেছে

কুয়েত: ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালান বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েতে পৌঁছেছে। চালানটিতে ১ লাখ ৫০ হাজার ডোজ ছিল। পরে বুধবার বিমানবন্দর থেকে টিকাগুলো সংরক্ষণের জন্য দেশটির মিশরেফ মেলাভূমিতে নেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম আল রাই ও আল কাবাস পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্রে জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেওয়া হবে এই ভ্যাকসিন। টিকা নেওয়ার ক্ষেত্রে চিকিৎসা পেশাকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং যারা সামনের সারিতে কাজ করেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এই ভ্যাকসিন।

তৃতীয় ভাগে সাধারণ জনগণকে এই ভ্যাকসিন দেওয়া হবে। ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইন ওয়েবসাইটে ৭৩ হাজার ৭শ’ জন নিবন্ধন করেছেন বলেও প্রতিবদেন বলা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে টিকাদান প্রক্রিয়া কার্যক্রম শুরু করা কথা রয়েছে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক