বিজনেসটুডে২৪ ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জেতার পর এ সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারার পর টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
মাহমুদুল্লাহ টস জিতে বলেন, বৃষ্টির হওয়ার পূর্বাভাস আছে। তাই ডিএল নিয়মের বিষয়টি মাথায় রাখতে হবে। আশা করছি স্বাগতিকদের অল্প রানেই আটকাতে পারবো। একটি পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার), নাইম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, উইল ইয়াং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ বেনেট।