Home দিল্লি ফুচকার টকে টয়লেটের পানি

ফুচকার টকে টয়লেটের পানি

বিজনেসটুডে২৪ ডেস্ক:

ফুচকার টক বানাতে টয়লেটের পানি ব্যববহারের সময় হাতেনাতে ধরা পড়েছেন এক বিক্রেতা। বিকেল বা সন্ধ্যের দিকে তার ফুচকার দোকানের সামনে মানুষের ঢল নামত। সব ঠিক চলতে চলতে, বিপত্তি বাধে সিসিটিভির ফুটেজে।

জিনিউজ জানিয়েছে, কোলাপুরের রণকলা ঝিলের সামনে বসত এক ফুচকাওয়ালা। ঝিলের আশেপাশের এলাকা ছিল সিসিটিভির আওতায়। একদিন কর্তৃপক্ষ সেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন। দেখা যায় সেই ফুচকাওয়ালা শৌচাগারের জল মেশাচ্ছেন টকে!

এর পর কয়েকদিন ধরে সেই ফুচকাওয়ালার উপর নজর রাখা হয়। দেখা যায়, প্রায় রোজই তিনি শৌচাগারের জল ব্যবহার করছেন। এরপর কর্মকর্তারা তার ফুচকাসহ সব সরঞ্জাম ফেলে দেয়। এক পর্যায়ে ঘটনাটি জানানি হলে সাধারণ মানুষ মারধর করেন।