Home চট্টগ্রাম ফুটপাত দখল করলেই দোকানে তালা : শৈবাল

ফুটপাত দখল করলেই দোকানে তালা : শৈবাল

ফুটপাত দখলমুক্ত করতে চেরাগি পাহাড় মোড়ে শৈবাল দাশ সুমন

ফুটপাত দখলমুক্ত করতে থাকবে ১০ জন আনসার

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত হওয়ার পরের দিনই ফুটপাতে ফুলবিক্রেতাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শৈবাল দাস সুমন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে তিনি চেরাগি পাহাড় মোড়ের ফুল বিক্রেতাদের এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ফুটপাত হবে দখলমুক্ত। চেরাগি পাহাড়ের পাশ্ববর্তী ফুটপাত দিয়ে এত দিন যারা হাটছিলেন আমি জানি আপনারা ঠিক মত হাটতে পারেননি। আজ থেকে ফুটপাতটি দখলমুক্ত। ভবিষ্যতে যাতে কেউ আর ফুটপাত দখল করতে না পারে সে জন্য আমি ১০ জন আনসার সদস্য নিয়োগ দিবো।

তিনি আরও বলেন, ফুটপাত মানুষের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা করবে, তা জামাল খানে হবে না। কেই যদি তা করে তাহলে আমি সেই সব দোকান গুলোতে তালা ঝুঁলিয়ে দিবো।