Home First Lead ফের বাড়লো রান্নার গ্যাসের দাম

ফের বাড়লো রান্নার গ্যাসের দাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:   ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। ৫৪ টাকা বেড়ে ১২ কেজি রান্নার এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১,৩১৩ টাকা। এক লাফে ৫৪ টাকা বেড়ে যাওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি টানা ৫ মাস ধরে দাম বাড়াচ্ছে রান্নার গ্যাসের। সেপ্টেম্বরে দাম ছিল ১,০৩৩ টাকা। গত ১০ অক্টোবর বাড়িয়ে তা করা হয় ১,২৫৯ টাকা। বুধবার মধ্যরাত থেকে বাড়তি দাম কার্যকর হয়েছে ডিজেল ও কেরোসিনে। লিটারে দাম বেড়েছে ১৫ টাকা। এ অবস্থায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে রাস্তা থেকে রান্নাঘর, মূল্যবৃদ্ধির জ্বালায় নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের।

দীর্ঘদিন ধরে  করোনায় এমনিতেই অবস্থা ত্রাহি ত্রাহি।কাজ হারিয়েছেন বহু মানুষ। জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম উদ্বেগ বাড়িয়েছে মানুষের।