Home Second Lead ফোন করলে করোনা রোগীর বাসায় মেডিক্যাল টিম

ফোন করলে করোনা রোগীর বাসায় মেডিক্যাল টিম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: করোনা রোগীদের বাসায় বাসায় গিয়ে চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া শুরু করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

শনিবার ( ১০ এপ্রিল ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই  ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম। এ সময়ে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হাসপাতালের করোনা ম্যানেজমেন্ট সেলের চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন এবং মেম্বার সেক্রেটারি মো. রেজাউল করিম আজাদ, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

 তাদের ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম করোনা রোগীদের ( পজেটিভ ও সাসপেক্টেড ) বাসায় গিয়ে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 অভিজ্ঞ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মির সমন্বয়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা টিম গঠন করা হয়েছে।