Home আন্তর্জাতিক সমাধির ওপর উন্মত্ত যৌনতায় মত্ত যুগল, গ্রেপ্তার

সমাধির ওপর উন্মত্ত যৌনতায় মত্ত যুগল, গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ ডেস্ক: ১৮৫০ সালে তৈরি আমেরিকার ফ্লোরিডার এক গোরস্থান। সেখানে শেষবার সমাধিস্থ করা হয়েছিল সেই ১৯২৪ সালে।  ২০২১ সালে এটি ঐতিহাসিক গোরস্থানের স্বীকৃতি পেয়েছে। গোরস্থানটি দীর্ঘদিন ধরেই রয়েছে বন্ধ। আর সেখানে সমাধির ওপর উন্মত্ত যৌনতায় মত্ত যুগল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ৩৮ বছরের জোসেফ লুক ব্রাউন ও ৪৬ বছরের স্টেফানি কে বেগম্যান ৪৩ নম্বর সমাধির উপর যৌনতায় মত্ত ছিলেন। দু’‌জনেই স্থানীয় ওয়েবস্টারের বাসিন্দা।  ওই পাশ দিয়ে যাওয়ার সময় বাইরে একটি গাড়ি দেখতে পায় পুলিশ। কিন্তু গাড়ির ভিতরে কেউ ছিলেন না।

তল্লাশিতে গাড়ির ভিতর থেকে বহু নেশার সামগ্রী মেলে। এরপরই পুলিশ ওই গোরস্থানে যায়। চারিদিকে তল্লাশি চালাতে থাকে। আচমকাই নজর আসে ৪৩ নম্বর সমাধির দিকে। দেখা যায় ওই যুবক ও যুবতী সমাধির উপর যৌনতায় মত্ত। আপত্তিজনক অবস্থায় ছিলেন দু’‌জনেই। পুলিশকে দেখে দু’‌জনে ক্ষান্ত হন।

পুলিশি তদন্তে জানা গেছে, গাড়িটি স্টেফানির। ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুব দ্রুত তাঁর পুরুষ সঙ্গীকেও গ্রেপ্তার করা হবে। তদের দুজনের ‍বিরুদ্ধে অতীত অপরাধের রেকর্ড রয়েছে।