ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগে সাহসী নেতৃত্ব প্রদানের মাধ্যমে ষাটের দশকেই বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন রেজাউল হক চৌধুরী মুশতাক
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম,:‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবক্তা রেজাউল হক চৌধুরী মুশতাকের ৭০তম জন্মদিন আজ।
ঊনসত্তর, একাত্তরের কিংবদন্তিতুল্য কেন্দ্রীয় ছাত্রনেতাদের মধ্যে জাতীয় পর্যায়ে বিশাল অবদান রাখা আনোয়ারার একমাত্র কৃতি সন্তান রেজাউল হক মুশতাক।
জাতির জনক শেখ মুজিবুর রহমান’কে ‘বঙ্গবন্ধু’ নামে যে উপাধি তোফায়েল আহমেদ তখনকার ছাত্রনেতাদের পক্ষে দিয়েছিলেন, সেই ‘বঙ্গবন্ধু’ উপাধির প্রবক্তা রেজাউল হক চৌধুরী মুশতাক। পাকিস্তানের শাসন-শোষণ থেকে বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার আন্দোলনে নেতৃত্বদানের মহানায়ক শেখ মুজিবুর রহমানকে কী উপাধিতে ভূষিত করা যায় তা প্রথম ভেবেছিলেন রেজাউল হক চৌধুরী ।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনোয়ারার যে সব সন্তান অধ্যায়ন করার গৌরব অর্জন করেছেন তাদের মধ্যে প্রথম দিককার এবং অগ্রগণ্যদের একজনও তিনি।
আনোয়ারা উপজেলা যে ক’জন তার কৃতি সন্তানের জন্য গৌরব করতে পারেন তাদেরই অন্যতম হলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক।
ষাটের দশকে দেশের অন্যতম ছাত্রনেতা তিনি। ঢাকা কলেজ ছাত্রলীগ থেকে শুরু করে ঢাকা মহানগর ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগে সাহসী নেতৃত্ব প্রদানের মাধ্যমে তিনি সেই ষাটের দশকেই বঙ্গবন্ধুর স্নেহধন্য ছিলেন।
জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরীর ভগ্নিপতি রেজাউল হক চৌধুরী কে এন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান।