Home সারাদেশ বঙ্গবন্ধুর জন্মদিনে বাঘায় শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর জন্মদিনে বাঘায় শ্রদ্ধা নিবেদন

বাঘা ( রাজশাহী ) থেকে সাজ্জাদ মাহমুদ:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করেছে রাজশাহীর বাঘা উপজেলার ৩ং পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত আহ্বায়ক কমিটি।

১৭  মার্চ ( বৃহস্পতিবার) এশার নামাজ শেষে আলাইপুর ( হাজামপাড়া) মোড়ে কেক কেটে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়।
কেক কাটার পূর্বে মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও সকালে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন   ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রহমান, ১নং যুগ্ম আহ্বায়ক সামিউল আলম নয়ন সরকার, ২নং যুগ্ম আহ্বায়ক সেলিম আরিফ, সদ্য বিদায়ী সভাপতি আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা  মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালু, নান্টু মন্ডল, হায়দার সাদু, সাইদুর শেখ, উজ্জ্বল প্রামাণিক, এনামুল হক, রুবেল হোসেন মেম্বার, যুবলীগ নেতা ফকরুল হাসান, ছাত্রলীগ নেতা রুবেল হোসেন প্রমুখ।
আহ্বায়ক আব্দুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে তিনি হয়ে উঠেছিলেন রাজনীতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব, হয়ে উঠেছিলেন বাংলার আপামর জনসাধারণের মুজিব ভাই। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম নেন বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বনেতায় পরিণত হওয়া এই মহান নেতার এই জন্মদিবসে জাতি আজ শ্রদ্ধাবনত।