বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: এ যেন মগের মুল্লুক। বন বিভাগের কুমিরা রেঞ্জ এলাকায় বিস্তীর্ণ বনভূমি জবরদখলে অপতৎপরতা শুরু করে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী গোষ্ঠি। বন বিভাগের জায়গায় সেই লক্ষ্যে সিমেন্টের শতাধিক পিলার স্থাপন করে স্থানে স্থানে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সেই সংবাদ বন বিভাগের উচ্চ পর্যায়ে পৌঁছলে তারা হতবাক হয়ে যায় যে কি করে সম্ভব তাদের জায়গা রীতিমত পিলার গেড়ে অবৈধ দখলে নেয়া। সাথে সাথে উচ্ছেদ অভিযানে নেমে পড়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। নির্দেশ দেয়া হয় যে জবরদখলের অপচেষ্টায় লিপ্ত শিল্পগোষ্ঠি যে হোক, আর তাদের পেছনে যত বড় প্রভাবশালীরা থাকুক না কেন সরকারি বনভূমি অবিলম্বে উদ্ধার করতে হবে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সারের নির্দেশে শহর রেঞ্জ, হাটহাজারী রেঞ্জ এবং কুমিরা রেঞ্জের অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারীর বিশাল এক বাহিনী উচ্ছেদ অভিযানে যান। তাদেরকে এ ক্ষেত্রে সার্বিক সহযোগিতা দিয়েছেন সীতাকুণ্ড থানা পুলিশ। মঙ্গলবার দিনব্যাপী চলে উচ্ছেদ অভিযান।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ( সদর ) জয়নাল আবেদিন জানিয়েছেন, সীতাকুণ্ড কুমিরা রেঞ্জ এলাকায় বন বিভাগের প্রায় ২৫ একর বনভূমি জবরদখলের অপচেষ্টা হয়েছিল। কুমিরা রেঞ্জের ফৌজদারহাট বিট কাম চেক স্টেশনের নিয়ন্ত্রনাধীন বিএস ৭৫১ ও আর এস ৫৫৭ দাগের আওতায় এই ২৫ একর জমি। সেখানে স্থাপিত পিলারসমূহ উচ্ছেদ করে নস্যাৎ করা হয়েছে বনবিভাগের জমি বেদখলে নেয়ার তৎপরতা। মীর গ্রুপের আবদুস সালাম ও তার নিয়োজিত একদল শ্রমিক এই অপচেষ্টায় জড়িত বলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ( সদর ) জয়নাল আবেদীন জানিয়েছেন।
সরকারি বনভূমি জবরদখলের চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।