Home First Lead বন্দর হাসপাতালে করোনা চিকিৎসা সেবা চালু হচ্ছে

বন্দর হাসপাতালে করোনা চিকিৎসা সেবা চালু হচ্ছে

বন্দর হাসপাতাল
  • রিপাবলিক ক্লাব থেকে আইসোলেশন সেন্টার স্থানান্তর হচ্ছে
  • করোনা চিকিৎসার জন্য আউটসোর্সিং-এ জনবল নিয়োগ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বন্দর হাসপাতালে করোনা চিকিৎসা সেবা শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। এরজন্য আউটসোর্সিয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হবে প্রয়োজনীয় সংখ্যক জনবল।

সরকারের নির্দেশ এবং বন্দর সিবিএ’র চাপ রয়েছে চট্টগ্রাম বন্দর হাসপাতালে পৃথক করোনা ইউনিট চালু করার। তাছাড়া, চট্টগ্রামে করোনা চিকিৎসা সেবার ক্ষেত্রে খুব খারাপ পরিস্থিতি। করোনা মহামারী দীর্ঘ সময় ধরে বিরাজ করতে পারে। এসব বিবেচনায় বন্দর হাসপাতালে করোনা চিকিৎসা সেবা শুরুর বিষয় নিয়ে আজ রবিবার চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সভা হয়। বন্দরের সদস্যবৃন্দ, চিফ মেডিক্যাল অফিসারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে জানান, সভায় বিস্তারিত আলোচনাশেষে সিদ্ধান্ত হয়েছে বন্দর হাসপাতালে করোনা চিকিৎসা শুরুর ব্যাপারে। তা শুরু করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। তাতে কযেকদিন সময় লাগবে। যথাসম্ভব কম সময়ের মধ্যে করোনা চিকিৎসা শুরু করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, করানা আক্রান্ত বা করোনার উপসর্গ রয়েছে এমন রোগীদের জন্য বন্দর রিপাবলিক ক্লাবে ১০ শয্যার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেখানে নিয়মিত চিকিৎসা সেবা প্রদানে কিছুটা সমস্যা দেখা দেয়। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখান থেকে সরিয়ে বন্দর হাসপাতালের নতুন ভবনে আইসোলেশনে রোগীদের রাখার জন্য। নতুন ভবনে দু’টি ব্লক এখনও ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেনি। সেখানে চালু করা হবে আইসোলেশন সেন্টার। জ্বর, কাশিসহ করোনা উপসর্গের রোগীদের সেখানে চিকিৎসা দেয়া হবে। পর্যায়ক্রমে নিবিড় পরিচর্যা ইউনিট চালু হবে করোনারোগীদের জন্য।

করোনা ইউনিটের জন্য চিকিৎসক, টেকানিসিয়ানসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেয়া হবে আউটসোর্সিংয়ের মাধ্যমে। কিছু চিকিৎসা সামগ্রীও সংগ্রহ করতে হবে। এসব যোগাড় করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে।

মে’র প্রথম সপ্তাহে পরিবহন বিভাগের ওয়ান স্টপ সার্ভিসের উচ্চমান সহকারি আবদুল হালিম (৫৬)  মারা গেছেন করোনায়। আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন। ২৭ মে থেকে চালু হয়েছে নমুনা সংগ্রহ বুথ। প্রতিদিন ১৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।