*করোনার নমুনা রিপোর্ট না পেয়ে অফিসে আসা মানা!
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনার নমুনা রিপোর্ট না পেয়ে অফিসে আসা নিষেধ বন্দরের কর্মকর্তা-কর্মচারিদের। ১ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক (প্রশাসন) সাক্ষরিত নথির মাধ্যমে এই কথা জানানো হয়।
নথিতে জানানো হয়, বন্দর হাসপাতালে করোনা বুথে ২৮ মার্চের স্যাম্পলের ফলাফল বিশ্লেষণে দেখা যায় বন্দর কর্মচারিদের মধ্যে করোনা সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ। কর্মকর্তা-কর্মচারিরা করোনার স্যাম্পল দিয়ে অফিস করেন। এতে করে অন্য সহকর্মীকে সংক্রমিত করছেন। এই অবস্থা অনাকাঙ্ক্ষিত।
বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তাকে অনুরোধ করা হয়, স্যাম্পল প্রদানকারী ব্যক্তিকে মনিটরিং করার জন্য প্রতিদিন স্যাম্পল প্রদানকারীর তালিকা বন্দর কর্তৃপক্ষ আন্তঃযোগাযোগ গ্রুপে দেওয়া জন্য। সকল বিভাগীয় প্রধান স্যাম্পল প্রদানকারী যেনো টেষ্টের ফলাফল পাওয়ার আগে অফিসে উপস্থিত না হন তা নিশ্চিত করবেন।
স্যাম্পল দেওয়ার পর নেগেটিভ রিপোর্ট পাওয়ার আগে অফিসে আসলে তা অসদাচরণ বলে গণ্য হবে। যেহেতু করোনা শনাক্তের ফলাফল প্রাপ্তিতে ২ থেকে ৩ দিন সময় লাগে। কারোর যদি করোনা শনাক্ত হয় তাহলে পুনরায় টেস্টের মাধ্যমে করোনা নেগেটিভ হওয়া পর্যন্ত ‘কোয়ারেন্টাইন ছুটি’ বলে গণ্য হবে।