বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আগামী সাত বছরের জন্য চট্টগ্রাম বন্দরের সাধারণ পন্যবাহী জেটির (জিসিবি) খালি কনটেইনার রিম্যুভালের কাজ পাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। এই সংবাদে বুধবার তাদের শেয়ার দর দিনের সর্বেোচ্চ সীমা স্পর্শ করেছে।
মঙ্গলবার সাইফপাওয়ারটেকের শেয়ারের শেষ দর ছিল ১৪ টাকা। বুধবার ১০ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। বেলা ১ টা ৪০ মিনিটে শীর্ষ ২০ এর মধ্যে সাইফপাওয়ারটেকের স্থান ছিল একাদশতম।
দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড দর দিয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ২১ হাজার ২০০ টাকা। অপর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের প্রস্তাবিত দর ছিল ১১৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা। এটি প্রথম প্রতিষ্ঠান থেকে ৮২ কোটি ১৯ লাখ টাকার কম।
১৪ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কতৃক বন্দরের খালি কন্টেইনার রিম্যুভালের দরপত্র আহ্বান করে। এতে ৭টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এরমধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড ও এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে প্রাথমিক ভাবে যাচাই-বাছাই করে টেকনিক্যাল রেসপন্সিভ হিসেবে নির্ধারণ করে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দরপত্র জমা দেয়া দু’টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় সাইফ পাওয়ারটেককে সর্বনিম্ন দরদাতা ঘোষণা করা হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে দরপত্র জমা দেয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আনুষঙ্গিক সব কিছু ঠিক থাকলে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাবে এবং সেখানে অনুমোদন পেলে আগামী সাত বছরের জন্য কাজটি পাবে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, যোগ্য বিবেচিত প্রতিষ্ঠান আগামী সাত বছরের জন্য জিসিবির ইয়ার্ড থেকে খালি কনটেইনার স্থানান্তরের দায়িত্ব পালন করবে।