Home First Lead বন্দরের স্টোররেন্ট মওকুফ শেষ হচ্ছে সোমবার

বন্দরের স্টোররেন্ট মওকুফ শেষ হচ্ছে সোমবার

 

যতদিন সাধারণ ছুটি ততদিন বাড়ান: বিজিএমইএ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আমদানি পণ্য চালানে শতভাগ স্টোর রেন্ট মওকুফের সময়সীমা কাল সোমবার শেষ হচ্ছে।

সরকার ঘোষিত সাধারণ ছুটি, লকডাউন যতদিন থাকবে ততদিনের জন্য এই সুবিধা সম্প্রসারণের আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বন্দর কর্তৃপক্ষ দু’দফায় শতভাগ স্টোররেন্ট মওকুফ করেছে। প্রথম দফায় ছিল গত ২০ এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে আবার এই সুবিধা দেয়া হয়েছে ৪ মে পর্যন্ত। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই সুবিধা নিয়ে প্রচুর আমদানি পণ্য চালান ডেলিভারি নেয়া হচ্ছে প্রতিদিন। তৈরি পোশাক শিল্পের কাঁচামালের চালানও খালাস হচ্ছে প্রচুর পরিমাণে।

বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, রবিবার ৩৪৮২ টিইউস ডেলিভারি নেয়া হয়েছে। জাহাজ থেকে খালাস করা হয়েছে ৪৭২৫ টিইউস, আর জাহাজে তুলে দেয়া হযেছে  ৩৬৯৫ টিইউস। খালি কন্টেইনারও শিপমেন্ট হয়েছে। ৪৭,২০০ কন্টেইনার রয়েছে এখন।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামে তাদের বিভিন্ন শিল্প কারখানার কাঁচামালের চালান আটকে রয়েছে অনেক।  আমদানি ডকুমেন্টস না পাওয়ায় কাঁচামালের চালান আটকে রয়েছে বন্দরে, খালাস করতে পারছে না।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বন্দরের শতভাগ স্টোররেন্ট মওকুফ সুবিধা যতদিন সাধারণ ছুটি ও লকডাউন থাকে ততদিন পর্যন্ত বৃদ্ধির অনুরোধ জানিয়ে বন্দর চেয়ারম্যান বরাবরে জরুরি পত্র দিয়েছেন গতকাল । এতে আমদানি চালানে ৪ মে পর্যন্ত স্টোর রেন্ট মওকুফ করার জন্য বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখার স্বার্থে পোশাক শিল্প চালান দ্রুত খালাস নেয়ার জন্য বিজিএমইএ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তাতে বেড়েছে ডেলিভারি নেয়া। চলমান পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটি ৫ মে থেকে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিছু পোশাক শিল্প প্রতিষ্ঠানে আংশিকভাবে কাজ চলছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ। আমদানি ডকুমেন্টস না পাওয়ায় অনেক কারখানা তাদের চালান নিতে পারছে না। তাই প্রয়োজন শতভাগ স্টোররেন্ট, ডেমারেজ মওকুফ করা। যতদিন সাধারণ ছুটি লকডাউন  থাকে ততদিনের জন্য এই মওকুফ ‍সুবিধার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।