Home Second Lead বন্দরের ৪০তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ

বন্দরের ৪০তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদ

নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ আজ রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৪০তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

তিনি রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ-এর স্থলাভিষিক্ত হলেন।

সোমবার দায়িত্ব নেয়ার কথা ছিল। বন্দর প্রশাসন তাদের কর্মকর্তাদের সেভাবে অবহিত করে। বন্দরের গাড়ি আজ ঢাকায় যাওয়ার কর্মসূচি ছিল নতুন চেয়ারম্যানকে নিয়ে আসার জন্য। তবে, শনিবার রাতে তিনি পৌঁছে যান চট্টগ্রামে। এরপর আজ দায়িত্বভার গ্রহণের বিষয়টি সবাইকে জানিয়ে দেয়া হয় বন্দর প্রশাসনের তরফ থেকে। বিভাগীয় প্রধানরা তাদের পেন্ডিং কাজগুলো বিদায়ী চেয়ারম্যানের কাছে নিয়ে যান এবং সই করিয়ে নেন।

রিয়ার এডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। গত বৃহস্পতিবার তিনি সেখানে নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন।