বিজনেসটুডে২৪ ডেস্ক
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এবার ভারতীয়দের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাজ্য। বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিকদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) যুক্তরাজ্যের পার্লামেন্টে নিম্নকক্ষ হাউস অব কমন্সে তিনি জানান, যুক্তরাজ্যের স্থানীয় সময় ২৩ এপ্রিল রাত চারটা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ভারতসহ অন্যান্য অঞ্চলে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এই ঘোষণা দেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি জানান, এই নিয়ম চালু হবার আগের ১০ দিনের ভেতরে ভারত সফর করেছেন এমন ব্যক্তিকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না। তবে, ব্রিটিশ বা আয়ারল্যান্ডের পাসপোর্টধারী এবং যুক্তরাজ্যে বসবাসকারীরা যুক্তরাজ্যে ঢুকতে পারবেন। এক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার শর্তে পূরণ করতে গিয়ে খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ।
ব্রিটেনে সফরের বিধিনিষেধ আরোপ করে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের নাগরিকদের লাল তালিকায় রাখা হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলতি বছরের জানুয়ারি থেকেই যুক্তরাজ্যগামী ফ্লাইট কমিয়ে এনেছে ভারত।
সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। সে কারণেই ভারতীয়দের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল বলে মনে করা হচ্ছে।