Home আন্তর্জাতিক বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বের রোল মডেল: দোরাইস্বামী

বাংলাদেশ-ভারত সম্পর্ক বিশ্বের রোল মডেল: দোরাইস্বামী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, একদিন বাংলাদেশ- ভারতের সম্পর্ক সারাবিশ্বের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হবে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেটস অ্যাসোসিয়েশন-ইমক্যাব আয়োজিত এক সেমিনারে দোরাইস্বামী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৫ আগস্টের পর বৈরিতা সৃস্টি করে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়া যে অপসংস্কৃতি তারা চালু করার চেষ্টা করেছে সে কারণে আমাদের ক্ষতি হয়েছে ও এ অঞ্চলের ক্ষতি হয়েছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে তাদের মূল বিষয় হচ্ছে ভারত বিরোধিতা করা। যেই দেশ আমাদের অভ্যুদয়ের সময় তাদের রক্ত ঝড়িয়েছে, সেই দেশের সঙ্গে বৈরিতা করে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দু’দেশের জনগণের সুখ-সমৃদ্ধি, নিরাপত্তা পারস্পরিকভাবে সংযুক্ত। বাংলাদেশ-ভারত সম্পর্ক একদিন সারাবিশ্বের জন্য রোল মডেল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে আকাঙ্খার কোনো পার্থক্য নেই। দু’দেশের জনগণের সুখ-সমৃদ্ধি নিরাপত্তা পারস্পরিকভাবে সংযুক্ত। আমরা দেখছি বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়াসহ বিশ্বের উন্নয়নের বড় অংশিদার।

একদিন বাংলাদেশ- ভারতের সম্পর্ক সারাবিশ্বের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত হবে উল্লেখ করেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।