বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ থেকে পরিশোধিত পামতেল আমদানি করবে ভারত। ইতিমধ্যে তাদের ব্যবসায়ীদের অনুকূলে এরজন্য লাইসেন্স ইস্যু করা হয়েছে।
বাংলাদেশ এবং নেপাল ও ইন্দোনেশিয়া থেকে পামতেল আমদানির জন্য ৭০টি লাইসেন্স ইস্যু করা হয়েছে। এসব লাইসেন্সে আগামী দেড় বছরে মোট ৫ লাখ টন পরিশোধিত তেল আমদানি করা যাবে।
ভারতে প্রতি বছর বিপুল পরিমাণ ভোজ্য তেল ব্যবহার হয়। অভ্যন্তরীণ চাহিদার বড় একটি অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। বিশ্বের সবচেয়ে বৃহৎ ভোজ্যতেল আমদানিকারক। বছরে প্রায় দেড় কোটি টন আমদানি করে। এরমধ্যে ৯০ লাখ টন পামতেল। বাকিটা সয়াবিন এবং সূর্যমুখী তেল।
প্রতিমাসে প্রায় আড়াই লাখ টন পরিশোধিত ভোজ্যতেল আমদানি করে। গত এপ্রিল-ডিসেম্বর সময়ে প্রায় ২৩ লাখ টন পামতেল আমদানি করেছে ।ভোজ্যতেল আমদানির প্রধান উৎস মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।
বিশ্বে পাম তেলের দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। আর সর্বোচ্চ আমদানিকারক দেশ ভারত। ২০১৮ সালে পরিশোধিত পাম তেল এবং পাম অলিন আমদানি করা হয়েছে ৫.১ বিলিয়ন ডলারের।
কাশ্মীর ইস্যু এবং নাগরিকত্ব বিল নিয়ে ভারতের সমালোচনা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৷ তাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ হন। পরিশোধিত তেল আমদানিতে বিধি-নিষেধ আরোপ করা হয়। আরও আগে থেকে মালয়েশিয়ার কোম্পানিগুলোর সাথে চুক্তি নবায়ন বন্ধ করে দেয়া হয়। অপরদিকে, ইন্দোনেশিয়ার কোম্পানিসমূহের সাথে চুক্তি বাড়ানো হচ্ছিল।