Home চট্টগ্রাম বাকলিয়ায় মশকনিধন অভিযান

বাকলিয়ায় মশকনিধন অভিযান

চট্টগ্রাম: নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নির্দেশনায় ওয়ার্ডের পুরনো বোর্ড অফিস ও সাদেক শাহ (র.) এর মাজার এলাকায় মশকনিধন অভিযান চালানো হয়।

রবিবার (২৫ এপ্রিল) বিকেলে এই মশকনিধন অভিযান চালানো হয়।

এসময় কাউন্সিলর শহিদ বলেন, আপনারা নিজের বাড়ির আঙিনা, আশপাশ পুকুর জলাশয় পরিষ্কার রাখুন। পাশের নালা খালে কোন গৃহস্থালী বর্জ্য ও আবর্জনা ফেলবেন না। এতে মশার প্রজনন বৃদ্ধি পায় ও পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

মোহাম্মদ মাঈনুল কামাল, এস এম আজিজ, নাজিম দেওয়ান, নিজাম খান, আফজাল হোসেন, মানিক রাজ, ইমন খান, আবরার হাবিব, মোহাম্মদ তৌহিদ রিয়াদ, আবু সালমিন তানভির এসময় উপস্থিত ছিলেন।

পরে কাউন্সিলর শহিদুল আলম ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ স্প্রে করেন। তখন মশার লার্ভা ধ্বংসে এডাল্টিসাইডও স্প্রে করা হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি।