Home নির্বাচন বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩৪ মনোনয়ন জমা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩৪ মনোনয়ন জমা

বাঘাইছড়ি ( রাঙামাটি ) থেকে সংবাদদাতা: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাঙামাটির বাঘাইছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে ৩টি, সাধারণ কাউন্সিলর পদে ২৩টি এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।

মঙ্গলবার (১৭ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন,মঙ্গলবার মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জমির হোসেন। এর আগে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ খাজা।

মেয়র পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র যাচাই- বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ২৬ মে, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে এবং ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা করার দরকার তা করা হবে।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১১ হাজার ১৭১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮২০ এবং নারী ভোটার ৫ হাজার ৩৫১ জন। ভোট কেন্দ্র ৯টি, মোট ভোট কক্ষ ৩৮টি এবং এর মধ্যে অস্থায়ী কক্ষ রয়েছে ৫টি।

বাঘাইছড়ি উপজেলায় রয়েছে ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা। ২২ দশমিক ৮৭ বর্গ কিলোমিটারের সীমান্তবর্তী বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।