আনাজ: চালান কম থাকায় দাম বেড়েছে
*৪০ টাকার বেগুন ১০০ টাকা
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সবজির বাজারে চলমান লকডাউনের প্রভাব পড়েছে। অস্থিরতা নেমে এসেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে। ৫০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
শুক্রবার (১৬ এপ্রিল) বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।
ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের আগে মানুষ প্রচুর ভোগ্যপপণ্য কিনেছেন। বর্তমানে চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় মানুষ বাজারে কম আসছে। তাই আমরাও আগের চেয়ে একটু কম পরিমাণে পণ্য বাজারে তুলছি। পাশাপাশি লকডাউনে পণ্য পরিবহন করা গাড়ি চলার অনুমতি থাকলেও বাজারে সবজির চালান কম। সব মিলিয়ে সবজির দাম বেড়ে গেছে।
বাজারগুলোতে প্রতিকেজি কাঁকরোল ৬০ টাকা, ওলকচু ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, তিতা করলা মানভেদে ৬০ থেকে ৭০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, ঝিঙে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, ক্ষিরা ৭০ টাকা, লতি ৪০ টাকা, গাজর মানভেদে ৩০ থেকে ৪০ টাকা, টমেটো মানভেদে ২৫ থেকে ৩০ টাকা, কচুর ছড়া মানভেদে ৪০ থেকে ৫০ টাকা, পেপে ২০ থেকে ২৫ টাকা, নতুন আলু ৩০ টাকা, পুরাতন আলু প্রতিকেজি ২০ টাকা ও লাউ কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া লকডাউন ও রোজার অজুহাতে বাজারে বেগুনের দাম বেড়েছে দ্বিগুণ। গত শনিবার ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সবজিটি আজ বিক্রি হচ্ছে মানভেদে ৮০ থেকে ১০০ টাকায়।
ষ্টীলমিল বাজারে সবজি কিনছিলেন আহাদুজ্জামান। তিনি বিজনেসটুডে২৪কে বলেন, ‘রোজার মাসের শুরুতে নিত্যপণ্যের বাজারে চলছে অস্থিরতা। চাল, ডাল, তেলসহ সব ধরনের শাকসবজির দাম আকাশ ছোঁয়া। ফলে আমরা সীমিত আয়ের মানুষগুলো কষ্টে পড়ে গেছি।’
সয়াবিন তেল প্রতি লিটার ১৩৫ থেকে ১৪০ টাকা, দুই লিটার ২৬৮ থেকে ২৭৫ এবং পাঁচ লিটার তেল ৬৩০ থেকে ৬৮৫ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।