বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পদ্মা ব্যাংকের ( সাবেক দি ফারমার্স ব্যাংক ) থেকে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি সহ ৬ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।
মঙ্গলবার মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। দুদকের উপসহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ছাড়া ওই মামলার অন্য আসামিরা হলেন- চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে ও বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, পদ্মা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখার প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার (বর্তমানে রবখাস্ত), আল-ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক মো, রেদওয়ানুল কাবির চৌধুরী, পরিচালক নিম্মি কবির চৌধুরী।
ওই অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ঋণের নামে পদ্মা ব্যাংক (সাবেক দি ফারমার্স ব্যাংক) মতিঝিল শাখার ৪০ কোটি ৭৯ লাখ ২১ হাজার টাকা (যা সুদাসলসহ ৩১ ডিসেম্বর ২০১৯ সালে স্থিতি ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা ৬৭ পয়সা) আত্মসাৎ করেন। মামলার ধারা দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা সহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ ধারা।
অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ বিভিন্নভাবে ফারমার্স ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাবুল চিশতী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলা করেছে দুদক। এসব মামলার তদন্তের স্বার্থে বাবুল ও পরিবারের সদস্যদের ১৩৫ কোটি টাকার সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।