Home First Lead বারভিডা নির্বাচন স্থগিত

বারভিডা নির্বাচন স্থগিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

 ঢাকা:আদালতের রায়ে আটকে গেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) নির্বাচন ২০২১-২০২৩। আগামী ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার এ  নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। গত ৫ ডিসেম্বর রবিবার মহামান্য উচ্চ আদালত এ আদেশ দেন।

বারভিডার সিনিয়র নেতা এস এম আনোয়ার সাদাতের আবেদনের প্রেক্ষিতে আদালত স্থগিতাদেশ দেন।

জানা গেছে, আগামী দু সপ্তাহের মধ্যে দুই গাড়ি ব্যবসায়ীকে সদস্যপদ ফিরিয়ে দিয়ে নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ করতে বলেছেন আদালত। এর আগেও উচ্চ আদালতের নির্দেশনার পরও বহিষ্কৃত দুই গাড়ি ব্যবসায়ীকে সদস্যপদ ফিরিয়ে দেয়নি রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা। উচ্চ আদালত এই সংক্রান্ত আদেশ দিয়েছেন গত ২৫ অক্টোবর। আদালতের আদেশের কপি বারভিডা নির্বাচনের আপিল বোর্ড লিখিতভাবে গ্রহণ করেছেন ২৬ অক্টোবর। কিন্তু দুই সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করেই ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বারভিডা। ৩০ অক্টোবর ঠিকই দুই সদস্যের কাছ থেকে বক্তব্য শুনেছেন বারভিডা আপিল বোর্ড। আদালতের আদেশ না মানায় বিস্মিত দুই সদস্য বারভিডা আপিল বোর্ডকে বিষয়টি নিষ্পত্তির জন্য ২৪ ঘণ্টা সময় দিয়ে আইনি নোটিস দিয়েছেন। অন্যথায় আদালত অবমাননার বিষয়টি নজরে আনা হবে বলে সতর্ক করে চিঠি দিয়েছেন। এরপরও সময় ক্ষেপণ করে বারভিডা। বারভিডা নেতা এস এম আনোয়ার সাদাতের মামলার রায় দেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিল।

এ বিষয় জানতে চাইলে এফবিসিসিআই’র সহসভাপতি ও বারভিডার সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, ‘নির্বাচন কখন হয় জানা নেই। নির্বাচন রিশিডিউল না হওয়া পর্যন্ত নির্বাচন হচ্ছে না। তিনি বলেন ৫ ডিসেম্বর নির্বাচন স্থগিত করেছেন মহামান্য আদালত। দু’সপ্তাহের মধ্যে বিষয়টি সুরাহা করতে বলেছেন আদালত।


বারভিডা নেতা এস এম আনোয়ার সাদাতের সদস্য পদ বাতিল করার বিষয় জানতে চাইলে বারভিডার সাবেক সভাপতি আব্দুল মান্নান চৌধুরী খসরু বলেন, ‘বারভিডা সিনিয়র এ নেতাকে বাইরে রেখে নির্বাচন করতে চেয়েছিল। এস এম আনোয়ার সাদাত সাহেব আদালতের শরণাপন্ন হলে আদালত স্থগিতাদেশ দেন।


জানা গেছে, ২০২১-২০২৩ বারভিডার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৮৯ জন। নির্বাচনে স্বাধীনতা পরিষদ, গণতান্ত্রিক ও সম্মিলিত পরিষদ নামে তিন পরিষদ ২৫টি পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পরিষদ তিনটির মধ্যে একটি নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই’র সহসভাপতি ও বারবিডার সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন। তিনি সম্মিলিত পরিষদ নেতৃত্ব দিচ্ছেন। গণতান্ত্রিক পরিষদের নেতৃত্ব দিচ্ছেন বারভিডার বর্তমান সভাপতি আবদুল হক। অন্যদিকে স্বাধীনতা পরিষদের ব্যানারের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সদস্য মোহাম্মাদ হাবিবুর রহমান।
সূত্র জানায়, নির্বাচিত ২৫ জন পরিচালকের মধ্যে থেকে একজন সভাপতি, তিনজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন। এছাড়া ২৫ জন থেকে একজন করে যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, পরিচালনা ও উন্নয়ন সম্পাদক এবং সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক করা হবে। বাকি ১৩ জন সংঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে থাকবেন।
এদিকে গত ১৫ সেপ্টেম্বর বারভিডা কার্যালয়ে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপীল বোর্ডের এক যৌথ সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এনায়েত হোসেন চৌধুরী। নির্বাচন বোর্ডের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং শামীম আহমেদ। নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক এবং সদস্য ইউছুফ আশরাফ ও মিসেস তাপসী সাহা।