চট্টগ্রাম: নারায়ণগঞ্জ জেলার বাসদ নেতা ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি শ্রমিক নেতা সেলিম মাহমুদের নিঃশর্ত মুক্তি ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ চট্টগ্রাম জেলা শাখা।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগরীর নিউ মার্কেট মোড়ে বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, নুরুল হুদা নিপু,শিক্ষক মুজিবুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব আকরাম হোসেন, মহিলা ফোরাম জেলা আহবায়ক জোবায়ের বীনাসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা এই গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতি তীব্র নিন্দা জানিয়ে বলেন, ” শ্রমিক নেতা সেলিম মাহমুদকে রাতের অন্ধকারে যৌথ বাহিনী এভাবে তুলে নেয়া এবং পরবর্তী সময়ে মামলায় আসামি করার ঘটনায় এই অন্তবর্তীকালীন সরকারের শ্রমিক স্বার্থবিরোধী চরিত্র তুলে ধরেছে। যে শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, সেই শ্রমিকদের বিরুদ্ধেই আজ তারা অবস্থান নিয়েছে। বিগত সরকারের মতোই এই সরকার স্বৈরাচারী ও অগণতান্ত্রিক আচরণ করছে, যা গণভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতার শামিল। সেলিম মাহমুদের নামে কোনো মামলা না থাকলেও গ্রেফতারের পর তাঁকে সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে,যা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়। যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আজ সরকার কথা বলছে, সেই ফ্যাসিবাদী কালাকানুন দিয়েই সেলিম মাহমুদসহ রবিনটেক্স গার্মেন্টসের ২২ জন শ্রমিকনেতাকে গ্রেফতার ও মামলা করা হয়েছে। অথচ ট্রেড ইউনিয়ন অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকার। এই অধিকারকে ভূলুণ্ঠিত করে মালিক পক্ষের যে স্বার্থ, সরকার সেই স্বার্থের পক্ষেই কাজ করছে,জনগণের পক্ষে নয়”
নেতৃবৃন্দ আরো বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করাই কি এখন অপরাধ? রবিনটেক্স কারখানায় ইউনিয়ন গঠনের উদ্যোগে যুক্ত শ্রমিকদের ওপর দমনপীড়ন চলছে। এরই ধারাবাহিকতায় সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে।যে মুজিববাদের কথা বলা হয়, তার আমলের আইন দিয়েই এখন শ্রমিক নেতাদের দমন করা হচ্ছে, এটা বড় রকমের অসংগতি।”
সমাবেশ থেকে অবিলম্বে শ্রমিক নেতা সেলিম মাহমুদকে নিঃশর্ত মুক্তিদান ও শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
-সংবাদ বিজ্ঞপ্তি