চট্টগ্রাম: কুষ্টিয়ায় নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) চট্টগ্রাম অঞ্চল।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ফিরোজ উদ্দিন বলেন, মুজিব শতবর্ষে বিজয়ের এই মাসে জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের মত জঘন্যতম অপরাধের সাথে জড়িত স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিরোধ করতে আমরা বদ্ধপরিকর।
বক্তারা বলেন, সরকার যখন দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেই মূহুর্তে একটি প্রতিক্রিয়াশীল চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এমন ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। প্রতিক্রিয়াশীল চক্রের এ ধরনের ঐদ্ধত্যপূর্ণ আচরণ কোনো ভাবেই মেনে নেয়া যায় না।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির(বাসমাশিস) চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিববাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি ডালিয়া আক্তার, কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রামের দেব ব্রত দাশ, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আফছার উদ্দিন রাজু, কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের প্রচার সম্পাদক বেল্টন কান্তি নাথ, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক নুরুল কাদের সিকদার প্রমুখ।
-সংবাদ বিজ্ঞপ্তি