পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে গ্রামের বাড়ি যেতে ছোটাছুটি না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এতে আপনজনের জীবনই হুমকির মুখে পড়বে।
রবিবার পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪৪০ মূল বাসিন্দা ও সাধারণ মানুষকে প্লট বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ঈদে কোথাও না গিয়ে নিজের ঘরে থাকলে কি ক্ষতি হয়? আপনারা ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই থাকুন। সেখানেই নিজের মতো করে ঈদ উদ্যাপন করুন।’
তিনি বলেন, ‘আমি জানি ঈদের সময় মানুষ পাগল হয়ে গ্রামে ছুটছেন। কিন্তু আপনারা যে একসঙ্গে যাচ্ছেন, এই চলার পথে ফেরি বা গাড়ি যেখানে হোক, কার যে করোনাভাইরাস আছে আপনি জানেন না। কিন্তু আপনি সেটা বয়ে নিয়ে যাচ্ছেন আপনার পরিবারের কাছে। মা-বাবা. দাদা-দাদি যেই থাকুক আপনি তাকেও সংক্রমিত করবেন এবং তাদের জীবনকেও মৃত্যু ঝুঁকিতে ফেলে দেবেন।’
দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনারা একটু ধৈর্য ধরুন এবং সঙ্গে সঙ্গে নিজের ও পরিবারের ভালো চিন্তা করুন।’
তিনি বলেন, নতুন ভাইরাস এসেছে। এটা আরও বেশি ক্ষতিকারক। যাকে ধরে, তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। সেজন্য আপনি নিজে সুরক্ষিত থাকুন, অপরকে সুরক্ষা দিন।
প্রধানমন্ত্রী বলেন, এখন রমজান মাস আমরা রোজা রাখছি। রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এই করোনাভাইরাস থেকে যেন আমাদের দেশ ও মানুষ মুক্তি পায়, আর যেন প্রাণহানি না হয়।
তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশে প্রতিনিয়ত মারা যাচ্ছে। প্রতিবেশী দেশে যখন হয়, তখন স্বাভাবিকভাবে আমাদের দেশে আসার সম্ভাবনা থাকে। সেজন্য আগে থেকেই আমাদের নিজেদের সুরক্ষিত থাকতে হবে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক