বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আজ বাড়ি ফিরতে পরেন।বর্তমানে সৌরভের শারীরিক যে অবস্থা তাতে তিনি আইসোলেশনে থাকতে পারবেন বাড়িতে।
হাসপাতালের চিকিৎসকরা এই অভিমত দিয়ে বলেছেন, সৌরভ এখন অনেকটা ভাল। স্বাভাবিক খাওয়া-দাওয়া করতে পারছেন। মাল্টি ভিটামিন, ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। আজ চেষ্ট এক্স-রে করার সম্ভাবনা।
আজ তার ওমিক্রন পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। এই রিপোর্ট দেখে বাড়ি ফেরার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। সোমবার রাতে করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই সৌরভকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।