Home বিজিএমইএ ও বিকেএমইএ বিআইটিআইডি’কে পিসিআর মেশিন দিল বিজিএমইএ

বিআইটিআইডি’কে পিসিআর মেশিন দিল বিজিএমইএ

বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের কোভিড-১৯ টেষ্টের সুবিধার্থে দেশের রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন  বিজিএমইএ কর্তৃক বাংলাদেশ ইনস্টিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), ফৌজদারহাট, চট্টগ্রাম-কে একটি আরটি-পিসিআর মেশিন অনুদান হিসেবে প্রদান করা হয়।

১৪ আগষ্ট শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে উক্ত মেশিন বিআইটিআইডি -কে হস্তান্তর করা হয়।

সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক  মোহাম্মদ ইলিয়াস হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ.বি.এম. আজাদ, বিশেষ অতিথি বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি  মোহাম্মদ আবদুস সালাম এবং সম্মানিত অতিথি ছিলেন- চট্টগ্রাম ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবির।

উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বী, বিআইটিআইডি-এর পরিচালক প্রফেসর ডাঃ এম.এ. হাসানসহ বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ,এম, চৌধুরী সেলিম, পরিচালকবৃন্দ অঞ্জন শেখর দাশ,  মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত হোসেন ও এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি  শাহাবুদ্দিন আহমেদ, এস.এম. আবু তৈয়ব ও নাসিরউদ্দিন চৌধুরী ও প্রাক্তন পরিচালক আবদুল মান্নান রানা, এমদাদুল হক চৌধুরী, এম ডিএম. মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, সাইফ উল্লাহ মনসুর সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে চট্টগ্রামস্থ  পোশাক শিল্পে কর্মরত কোভিড-১৯ আক্রান্ত শ্রমিক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের নিমিত্তে বিজিএমইএ ও বিআইটিআইডি’র মধ্যে একটি লেটার অব এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়।

-সংবাদ বিজ্ঞপ্তি