Home জাতীয় বিএনপির আবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি

বিএনপির আবার টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আবার টানা ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামী রবিবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সারা দেশের সড়ক, নৌ ও রেলপথে  সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে গত রবিবার সন্ধ্যায় হরতাল শেষে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। যা আজ বৃহস্পতিবার শেষ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেছেন, তাদের আন্দোলন চলমান থাকবে। গত ১৫ বছর ধরে তাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করেছে। কারণ এই সরকারকে আর চায় না জনগণ।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।