বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাদারীপুর: আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচ কর্মী আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার রাতে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, নতুন টরকী বাজার নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর নেতৃত্বে একাধিক লোকজন বাজারে প্রবেশ করে। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. স্বপন মোল্লা, বিএনপি নেতা রিপন খানসহ উপস্থিত জনতা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।
এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহতমিলন বেপারী ও জুয়েল বেপারীকে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।