বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট: সিলেট জেলা বারের সাম্প্রতিক নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয়ে মহানগর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত মঙ্গলবারের এই শোকজ নোটিশে বলা হয়েছে- সম্প্রতি অনুষ্ঠিত সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করতে মহানগর বিএনপি যথাযথ উদোগ গ্রহণ করেনি। সভাপতি ও সাধারণ সম্পাদকের উদাসীনতার কারণে ঐ নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের বিপর্যয় ঘটে।
এহেন দায়িত্বহীনতার কারণে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৩৬ ঘন্টার মধ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থীরা বিজয়ী হয়েছেন। এরপর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের কমিটি বিলুপ্ত ও তদন্ত কমিটি গঠন করা হয়। এবার মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হলো।