Home Second Lead শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনী তপশিল ঘোষণা

শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনী তপশিল ঘোষণা

সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান পদ সংখ্যা বাড়ানো হয়েছে।  এতদিন ১ জন সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ১ জন ভাইস-চেয়ারম্যানের পদ ছিল। আগামী মেয়াদে এই দুই পদের প্রত্যেকটিতে দুজন করে নির্বাচিত হবেন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সোমবার বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (বিএসএএ)নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। আগামী ২ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।  ২৯ এপ্রিল ২০২৩ থেকে ২৮ এপ্রিল ২০২৫ পর্যন্ত মেয়াদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান পদ সংখ্যা বাড়ানো হয়েছে।  এতদিন ১ জন সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং ১ জন ভাইস-চেয়ারম্যানের পদ ছিল। আগামী মেয়াদে এই দুই পদের প্রত্যেকটিতে দুজন করে নির্বাচিত হবেন।

সাবেক বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস এসোসিয়েশন ( বিএমএসএ ) চেয়ারম্যান তারেক কামালকে চেয়ারম্যান এবং কাজী নাজমুল হুদা ও হারুনুর রশিদ ভুঁইয়াকে সদস্য করে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে।

খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। মনোনয়ন ফরম বিক্রি হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। তা পেশের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি।

সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন ২৪ পরিচালক। এদের মধ্যে জেনারেল ক্যাটেগরি থেকে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটেগরি থেকে ৮ জন নির্বাচিত হবেন।  পরিচালকদের সবার ভোটে নির্বাচিত হবেন চেয়ারম্যান। জেনারেল ক্যাটেগরির পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন দুজন সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং এসোসিয়েট ক্যাটেগরির পরিচালকদের ভোটে দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।

ইতিপূর্বে নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৪ এপ্রিল। নির্বাচনে ২৪ পরিচালক পদের মধ্যে সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬টির মধ্যে ১৪ টিতে এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদের সব ক’টিতে বিজয়ী হয়।

অপরদিকে, শাহেদ সরওয়ার গ্রুপ থেকে বিজয়ী হন তিনি নিজে এবং মোহাম্মদ আবদুল্লাহ জহির। জিতেছেন অর্ডিনারি ক্যাটেগরিতে। মোহাম্মদ আবদুল্লাহ জহির পদত্যাগ করেছেন পরবর্তীতে।

ঐ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন দু’জন। তারা হলেন রেডিয়্যান্ট শিপিং লিমিটেড-এর শফিকুল আলম জুয়েল এবং কসকল শিপিং লাইন্স লিমিটেডের মো. রেয়াজ উদ্দিন খান। তারা দু’জনই এসোসিয়েট ক্যাটেগরি থেকে নির্বাচিত হন। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা ৮৫।দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন মো. সাজ্জাদুর রহমান। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৮২। তিনি অর্ডিনারি গ্রুপ থেকে  নির্বাচিত হন।