Home Second Lead শিপিং এজেন্টস এসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ বাড়লো

শিপিং এজেন্টস এসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ বাড়লো

মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে ভোট সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ বাণিজ্য মন্ত্রণালয়ের

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ )-এর বর্তমান কমিটির মেয়াদ বাড়বে নাকি বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়োজিত প্রশাসক দায়িত্বভার গ্রহণ করবে এই জল্পনা-কল্পনার মধ্যে ৬ মাস সময়সীমা বৃদ্ধি করা হলো বাণিজ্য মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয়  আজ মঙ্গলবার এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে । মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ এর উপসচিব তাহসিনা বেগম এ বিষয়ে চিঠি দিয়েছেন। বর্ধিত মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে পরবর্তী পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করার নির্দেশনা রয়েছে চিঠিতে।

১৩ এপ্রিল বিএসএএ-র নির্বাচন হওয়ার কর্মসূচি ছিল। কিন্তু তার আগেই নির্বাচন সামনে রেখে অস্বস্তিকর ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বর্তমানে ক্ষমতাসীন সম্মিলিত পরিষদের সাথে প্রতিপক্ষ গোষ্ঠির। কিন্তু নির্বাচন বোর্ড এবং সম্মিলিত পরিষদ  বিধি মোতাবেক নির্ধারিত তারিখে নির্বাচন করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই পরিস্থিতিতে এক সিমেন্ট শিল্পপতি এবং বিশিষ্ট শিপিং ব্যবসায়ী উভয়পক্ষকে সমঝোতায় আনার উদ্যোগ নেন। সিকম শিপিং লিমিটেডের পরিচালক ও বিএসএএ-র প্রাক্তন পরিচালক আলহাজ জহুর আহমদের মধ্যস্থতায় দুপক্ষের সম্মতিতে নির্বাচন বোর্ড ৮ এপ্রিল ভোট স্থগিত করে এবং সংগঠনের বর্তমান পর্ষদের মেয়াদ ৬ মাস বৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে পত্র দেয়।

ওই পত্রের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বর্তমান বিএসএএ-র বর্তমান কার্যনির্বাহি কমিটির মেয়াদ ৬ মাস বৃদ্ধি করেছে। যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে  আগামী ২৮ এপ্রিল থেকে ২৭ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। বাণিজ্য সংগঠন আইন মোতাবেক এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনের ৯০ দিন পূর্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচনের  আপিল বোর্ড গঠনের জন্য পরিচালনা পর্ষদকে নির্দেশ দিয়েছে। নির্বাচন বোর্ড ৮০ দিন পূর্বে তফসিল প্রকাশ করবে।