বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শিপিং সার্কেলে কিছুদিন ধরে যে কানাঘুষা চলছিল তা-ই সত্য হলো। বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) পরিচালক আবদুল্লাহ জহির পদত্যাগ করেছেন।
নির্বাচনের পর এক মাস যাওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি। বৃহস্পতিবার পদত্যাগপত্র এসোসিয়েশন সচিবালয়ে দিয়েছেন তিনি।
বহুজাতিক শিপিং কোম্পানি পিআইএল- বাংলাদেশ’র কান্ট্রি ইনচার্জ ছিলেন আবদুল্লাহ জহির। গত ৪ এপ্রিল অনুষ্ঠিত বিএসএএ নির্বাচনের আগে সংবাদ ছড়িয়ে পড়ে যে তিনি পদত্যাগ করেছেন পিআইএল থেকে। আর পিআইএল মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি বিএসএএ সদস্য। তাই পিআইএল পদত্যাগ পত্র গ্রহণ করলে বিএসএএ’তে সদস্যপদ থাকবে না এবং তাতে পরিচালক পদও থাকবে না।
নির্ভরযোগ্য সূত্র জানায়, পদত্যাগপত্র গ্রহণ করেছে। এ কারণে তিনি বিএসএএ থেকে পদত্যাগ করেছেন। বিএসএএ সচিবালয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহ জহিরের পদত্যাগ পত্র নিয়ে বৃহস্পতিবার ( ৬ এপ্রিল ) অনুষ্ঠেয় বোর্ড সভায় সিদ্ধান্ত হবে। সেটা সভার আলোচ্যসূচিতে রয়েছে।
বিএসএএ বোর্ড সভায় তাঁকে কো-অপ্ট করা হতে পারে অথবা অন্য কাউকে নিতে পারে। শিপিং এসোসিয়েশনের বিগত নির্বাচনে শাহেদ সরওয়ার প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তিনি।
সাইফ মেরিটাইম লিমিটেডে আবদুল্লাহ জহির যোগদান করছেন বলে জানা গেছে।