বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার পদত্যাগ করেছেন।
আসন্ন ভোটের ২৪ দিন আগে পদত্যাগ করলেন তিনি।
বুধবার (১০মার্চ ) দুপুরে তার সই করা দরখাস্ত জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।
ফরহাত আনোয়ার তার লিখিত দরখাস্তে বলেছেন, ব্যক্তিগত কারণে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারব না। আশা করছি বিজিএমইএ নির্বাচন সফলতার সঙ্গে সম্পন্ন হবে।
এ বিষয়ে বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, সৈয়দ ফরহাত আনোয়ারের পদত্যাগ সত্যিই অনাকাঙ্ক্ষিত। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সেটি সম্ভব না হলে জরুরি সাধারণ সভা করে নির্বাচন বোর্ডের অপর দুই সদস্যের মধ্যে একজনকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।
তবে এ পদত্যাগের ফলে নির্বাচন নিয়ে কোনো জটিলতার সৃষ্টি হবে না বলেও জানান তিনি।
আসছে ৪ এপ্রিল রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন এবং চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গেল ১২ জানুয়ারি ২০২১-২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা বোর্ড। সে সময় বিজিএমইএর ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক সৈয়দ ফরহাত আনোয়ার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়।