Home নির্বাচন বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা

বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণা

বিজনেসটুডে২৪ ডেস্ক

আগামী ৪ এপ্রিল ২০২১-২০২৩ বিজিএমইএ-এর নির্বাচন উপলক্ষে ১৭ দফা বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ প্যানেল।

মঙ্গলবার (১৬ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সম্মিলিত পরিষদ প্যানেল দলনেতা ফারুখ হাসান। নির্বাচনে জয়ী হলে দেশের পোশাক খাতের ইমেজ ও মালিকদের ইমেজ বৃদ্ধিতে কাজ করা হবে বলে জানান তিনি। এছাড়াও মার্কেট শেয়ার বাড়ানোর জন্যও কাজ করবে সম্মিলিত পরিষদ। 

পোশাক খাতকে ব্র্যান্ডিং করতে সর্বোচ্চ পদক্ষেপ নিয়ে কাজ করা হবে জানিয়ে এফবিসিসিআই সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সম্মিলিত পরিষদকে জয়ী করুন। পোশাক খাতকে আরো এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়তা করুন। 

অনুষ্ঠানে সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী বলেন, আগামী নির্বাচনে এই প্যানেল জয়ী হলে বর্তমানে পরিষদের মাধ্যমে যে সব উন্নয়ন হয়েছে তা এগিয়ে নিতেও বিশেষ ভূমিকা রাখবে। 

ইশতেহারে ব্যবসায়ী, শ্রমিকদের স্বার্থ অক্ষুন্ন রাখা, দাপ্তরিক বিভিন্ন সমস্যা ও কাস্টমস কেন্দ্রিক সমস্যা সমাধানেরও আশ্বাস দেয়া হয়। ঢাকা অঞ্চলে ২৫ জন ও চট্টগ্রাম অঞ্চলের জন্য ৯ জনসহ মোট ৩৪ জন সদস্যকে নিয়ে প্যানেল ঘোষণা করে সম্মিলিত পরিষদ।