প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) দায়িত্ব গ্রহণ করেছে সভাপতি ফারুক হাসানের বোর্ড।
মঙ্গলবার (১৩ এপ্রিল) গুলশানে বিজিএমইএ’র পিআর অ্যান্ড মিডিয়া সেল আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
এ সময় বিদায়ী বোর্ড (২০১৯-২১) নতুন বোর্ডের (২০২১-২৩) সভাপতি ফারুক হাসানসহ অন্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার।
ফারুক হাসানের নেতৃত্বাধীন এই বোর্ড দুই বছর দায়িত্ব পালন করবে।
নতুন বোর্ডের প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন এস এম মান্নান কচি। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া বাকি পাঁচ জন হলেন- শহীদউল্লাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)।
রবিবার (১১ এপ্রিল) ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্য থেকে সভাপতি ও ৭ জন সহ-সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ১২ এপ্রিল তাদের নির্বাচিত করা হয়। এরপর মঙ্গলবার (১৩ এপ্রিল) তারা দায়িত্ব গ্রহণ করেন।
৪ এপ্রিল (রবিবার) বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। আর বর্তমান সভাপতি ড. রুবানা হকের সমর্থিত প্যানেল ফোরাম থেকে জয়ী হয়েছিলেন ১১ জন।