Home অন্যান্য বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য প্রয়াত

বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য প্রয়াত

বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ও প্রখ্যাত ধান বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

বয়স হয়েছিল ৫৩ বছর। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে, চিকিৎসক স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্বামী ডাক্তার তপন কান্তি সরকার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক।

ড. তমাল লতা আদিত্যের নেতৃত্বে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগ ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার অর্জন করে। ড. আদিত্য আন্তর্জাতিক নারী দিবসে জয়া আলোকিত নারী ২০২০ সম্মাননায় ভূষিত হন। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা জার্নালে তার ৩০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।