চট্টগ্রাম: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় পাইকারি ফুল বাজারে ফুলের সমারোহ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের বৃহৎ পাইকারি ফুলের বাজারে এমন চিত্র দেখা গেছে।
বিজয় দিবস বলে কথা। দেখে মনে হয় করোনার দ্বিতীয় ঢেউকে যেন হার মানিয়েছে। মহামারী শুরু থেকে ব্যবসারীদের এমন চাঙা মনোভাব দেখা যায়নি যা আজ দেখা গেছে।
শহীদ বেদিতে দেওয়ার জন্য রিং তৈরি করে দোকানের সামনে সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি খুচরা গোলাপও বিক্রি হচ্ছে। দোকানে দোকানে রাখা হয়েছে অতিরিক্ত লোক। যা মাস খানেক আগেও দেখা যায়নি।
ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা গড়ালে ক্রেতাদের চাপ বাড়ে। আশা করছি করোনা পরিস্থিতেও চাপ কমবে না। ফুল মজুত রয়েছে।
ছবি: জাহাঙ্গীর আলম