Home Uncategorized বিধবা মা ও প্রতিবন্ধী ছেলের ভাতা ছিনতাই

বিধবা মা ও প্রতিবন্ধী ছেলের ভাতা ছিনতাই

এই বিধবা ও তার প্রতিবন্ধী ছেলের ভাতার টাকা ছিনতাই হয়েছে।


মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ: মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ-মহেষপুর সড়কে বিধবা মা ও তার প্রতিবন্ধী ছেলের উত্তােলনকৃত ভাতার টাকা ছিনতাই হয়েছে।
ছিনতাইয়ের কবলে পড়া ওই বিধবা হলেন- মহেষপুর গ্রামের মৃত রসুল হােসেনের স্ত্রী সানােয়ারা খাতুন। ও তার ছেলে সেরেগুল হােসেন।
রবিবার (২৫ জুলাই) বিকেলে কাষ্টদহ-মহেষপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বিধবা সানােয়ারা খাতুন জানান, আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জােড়পুকুরিয়া বাজার থেকে দু’জনের ৯ হাজার টাকা ভাতা উত্তােলন করে বাড়ি ফিরছিলাম। কাষ্টদহ- মহেষপুর রাস্তার মধ্যে পৌঁছালে, একজন পুরুষ মানুষ আমাদের ঠেকিয়ে কাছে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি ও আমার ছেলে প্রতিবাদ করতে গেলে, আমাদের মারধর করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাতে-নাতে ৭ জুয়াড়ী আটক
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনীতে ৭ জুয়াড়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার (২৫ জুলাই) বিকাল ৫টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, পৌর এলাকার চৌগাছার মৃত নেক মোহাম্মদের ছেলে ফারুক ওরফে বাবু (৩৫), তো আব্দুল মান্নাফের ছেলে গোলাম কিবরিয়া (৫০), ফজলুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (৪৫), মৃত বাবলু আলীর ছেলে নজরুল ইসলাম(৩৫),পৌর এলাকার ভিটাপাড়ার সিরাজুল হকের ছেলে মোতালেব হোসেন (৩৫), মৃত মুজিবর রহমানের ছেলে আলিউল ইসলাম (৩০), পুরো এলাকার চৌগাছা পূর্ব পাড়ার মৃত হোসেন আলীর ছেলে আনিসুর রহমান (৫২)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছায় জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্ত রায়চৌধুরী পিপিএম, এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭জন জুয়াড়ীকে আটক করে।
এসময় তাদের কাছে থেকে ২সেট তাস, ১৭হাজার ৯’শ টাকা, ৭জোড়া স্যান্ডেল, ১টি বসার পলিথিন উদ্ধার করে। আটককৃত৭ জুয়াড়ির বিরুদ্ধে গাংনী থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্পাঘাতে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে নাজেরা খাতুন নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
সোমবার(২৬ জুলাই) ভোরে তার মৃত্যু হয়।

নাজেরা খাতুন উপজেলার ধানখোলা ইউনিয়ানের আড়পাড়া গ্রামের বাজার পাড়া মসজিদের মোয়াজ্জিন খলিল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, নাজেরা রবিবার দিবাগত রাতে ঘরে ঘুমিয়ে ছিল। মধ্যরাতে তাকে বিষধর সাপে কামড় দিলে চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশীরা তাকে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নেয়। সেখানে তার শারীরিক অবস্থার অবণতি ঘটলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজের খাতুনের দু’টি সন্তান রয়েছে।

১৫ বোতল ভারতীয় মদসহ আটক-২
গাংনীতে ১৫বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ সহ ২ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রবিবার(২৫জুলাই) রাত ১০টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার সহড়াতলা গ্রামের মধ্যপাড়ার জৌলস মন্ডেলের ছেলে জিয়ারুল মন্ডল(৬৫), আছের মন্ডলের ছেলে আরিফ মন্ডল(৩৮)।
জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু জানান, মেহেরপুর গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পশ্চিম মোল্লা পাড়া এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ২০০৮সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ২৪(ক) মামলা দায়ের করা হয়েছে।