Home চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন-এর প্রতিনিধি সম্মেলন

চট্টগ্রাম মহানগর বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন-এর প্রতিনিধি সম্মেলন

চট্টগ্রাম: ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর-এর ৩য় প্রতিনিধি সম্মেলনের  মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর শাখা কমিটি আত্মপ্রকাশ করেছে চট্টগ্রামের ষোলশহর রেলষ্টেশনে। অরূপ মহাজনকে সভাপতি, মাহিদুল ইসলাম ইবাদ এবং ঈশা দে কে সহ-সভাপতি নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট একটি মহানগর কমিটি গঠিত হয়।

বিকেল ৩ টায় সারাবিশ্বে নিপীড়িত জাতি, জনগণের মুক্তির সংগ্রামের এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং কমিউনিস্ট আন্তর্জাতিক সংগীতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। চট্টগ্রাম মহানগর কমিটির নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি ঈশা দে এর সঞ্চালনায় সম্মেলনের সূচনা বক্তব্য রাখেন সভাপতি অরূপ মহাজন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এর জাতীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এর জাতীয় কমিটির সহ-সভাপতি তিতাস চাকমা, বিপ্লবী শ্রমিক আন্দোলন এর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রাকিব উদ্দিন।
– সংবাদ বিজ্ঞপ্তি