Home First Lead বিভিন্ন সরকারের সময়ে সুবিধাভোগীদের দিয়ে ইসি নয়

বিভিন্ন সরকারের সময়ে সুবিধাভোগীদের দিয়ে ইসি নয়

সার্চ-কমিটির-বৈঠক।-ছবি-সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন তাদের কাউকে নির্বাচন কমিশনে  নিয়োগ না দেওয়ার প্রস্তাব করেছেন বিশিষ্টজনেরা।

শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ  কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকে তারা এ কথা জানান।

আগে বেলা ১১টার দিকে প্রথম ধাপে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির সদস্যরা বৈঠকে বসেন। প্রথম ধাপে ২০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

বিশিষ্ট নাগরিকদের মধ্যে ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, বাংলাদেশ  বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট বার এর সাবেক সভাপতি  সিনিয়র এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র এডভোকেট  মনসুরুল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  ড. আসিফ নজরুল, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বোরহান উদ্দিন খান, ব্রতীর শারমিন মুরশীদ, ফেমার মুনিরা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাবেক এটর্নি জেনারেল ফিদা এম কামাল।

এই সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য যোগ্য দশজনের নাম প্রস্তাব করবে। সেই নাম থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। সেই ইসির ওপরই থাকবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।