Home আকাশ পথ বিমান ছিনতাই করতে গিয়ে মার্কিন নাগরিক নিহত

বিমান ছিনতাই করতে গিয়ে মার্কিন নাগরিক নিহত

বিজনসটুডে২৪ ডেস্ক: ধারালো অস্ত্র দিয়ে বিমান হাইজ্যাক করার অভিযোগ মার্কিন নাগরিকের বিরুদ্ধে। তার ছুরির আঘাতে আহত হয়েছেন অন্তত ৩ জন যাত্রী। তবে, বাঁচতে পারেননি ওই ব্যক্তিও। ওই বিমানে থাকা এক যাত্রীর গুলিতে মৃত্যু হয়েছে তার।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। বেলিজ়ে একজন মার্কিন নাগরিক ছুরি দেখিয়ে একটি ছোট ট্রপিক এয়ার বিমান ছিনতাই করেন। ওই বিমানে ছিলেন ১৪ জন যাত্রী। তাঁদের মধ্যে ৩ জনকে আক্রমণ করেন ওই ছিনতাইকারী। পরে, ওই বিমানে থাকা এক যাত্রীর গুলিতে মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আকিনিয়েলা সাওয়া টেলর। ৪৯ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি ক্যালিফোর্নিয়া।

আকিনিয়েলা সাওয়া টেলর( ৪৯)

পুলিশ জানিয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণ আগেই ছোট ট্রপিক এয়ার বিমানটিকে হাইজ্যাক করা হয়। ওই বিমানকে দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানান টেলর। সেই জন্য তিনি ওই ছোট প্লেনের জন্য বাড়তি জ্বালানির দাবিও করেন। মাঝ আকাশে তাকে গুলি করেন বিমানে থাকা এক যাত্রী। তবে, গুলিবিদ্ধ হওয়ার আগেই তিনজন যাত্রীকে আক্রমণ করেন টেলর। ধারালো ছুরির আঘাতে আহত হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর। বিমানটি যখন মাটিতে নামে তখন তাতে জ্বালানি ছিল না বললেই চলে। গুলিবিদ্ধ টেলরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এবিসি নিউজ়ের প্রতিবেদন অনুসারে, টেলর অন্য যাত্রীদের উপর হামলা করতেই তাকে লক্ষ্য করে গুলি করেন অন্য এক যাত্রী। যে যাত্রী গুলি চালান তিনি তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

পুলিশ সূত্রে খবর, ওই ফ্লাইটটি সান পেড্রো যাচ্ছিল। ওই ফ্লাইটের যাত্রীদের টেলর আক্রমণ করতে শুরু করেছে বলে জানান পরেই জরুরি অবস্থা জারি করা হয় ফিলিপ এসডব্লিউ গোল্ডসন আন্তর্জাতিক বিমানবন্দরে।