Home রকমারি সংবাদ বিরল আইডক্যাট স্নেক উদ্ধার

বিরল আইডক্যাট স্নেক উদ্ধার

তিমির বনিক

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার অল্পের জন্য রক্ষা পাওয়া বিলুপ্ত প্রায় সাপ আইডক্যাট স্নেক উদ্ধার করা হয়।

রোজ বৃহস্পতিবার (১০ই জুন) সকাল ১১.৩০ ঘটিকায় শ্রীমঙ্গলে নতুন বাজারের একজন কাঁঠাল ব্যবসায়ী হঠাৎ সাপ দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবকে খবর দিয়ে বলেন যে, একটি সাপ আছে কাঁঠালের জীপে।  গাড়ীতে থাকা মানুষটি অল্পের জন্য রক্ষা পেয়ে যায়। তবে বিলুপ্ত সাপ আইড ক্যাট স্নেক উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। সজল দেব জানান, এই সাপটি প্রায় বিলুপ্ত এবং সাপটি খুব বিষাক্ত বন বিভাগ এর সাথে যোগাযোগ করে সাপটি অবমুক্ত করে দেওয়া হবে।