বিজনেসটুডে২৪ ডেস্ক
পাকিস্তানের নোবেলজয়ী সমাজকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। বিলেতেই সারা হয়েছে বাগদানপর্ব। আর শুভকাজের পরেই এই সুখবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন মালালা।
মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আসসারের। সেই প্রেমিকের সঙ্গেই এবার জীবনের বন্ধন সুদৃঢ় করলেন মালালা। মঙ্গলবার ব্রিটেনের বার্মিংহ্যামে নিজেদের বাড়িতেই নিকা হয়েছে।
নোবেল শান্তি পুরস্কার প্রাপক মালালা টুইটারে জানিয়েছেন, আজ আমার জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। আসসার এবং আমি আজ জীবনসঙ্গী হিসেবে বন্ধনে আবদ্ধ হলাম। বার্মিংহ্যামে আমাদের পরিবারের সকলের সঙ্গেই আমরা ছোট একটি অনুষ্ঠান করেছি। আমাদের আশীর্বাদ করুন। জীবনের পথে একসঙ্গে চলতে আমরা উৎসাহী।
বিবাহ মুহূর্তের একাধিক ছবিও টুইটারে শেয়ার করেছেন মালালা।
পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মালালা ইউসুফজাই। লেখাপড়ার অদম্য জেদ ছিল তাঁর। মেয়েদের পড়াশোনা নিয়ে ছোট থেকেই তিনি প্রচার করেছেন। তার জন্য দিতে হয়েছে মাশুলও। ২০১২ সালে মাত্র ১১ বছর বয়সে মালালাকে উদ্দেশ্য করে গুলি চালায় তালিবান জঙ্গিরা। সেই গুলি মালালার মাথায় গিয়ে লাগে। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবনে ফিরে এসেছেন মালালা। থামেনি তাঁর প্রতিবাদী কণ্ঠ। পাকিস্তানে নিজের দেশেই যে মেয়েদের অধিকার সুরক্ষিত নয়, বারবার গলা তুলে বলেছেন মালালা। যা দেশের মানুষের কাছে তাঁকে ‘টার্গেট’ বানিয়ে ফেলেছিল।
পাকিস্তান থেকে মালালাকে বিলেতে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। তারপর থেকে আর দেশে ফেরেননি তিনি। ২০১৪ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।