থেমে গেছে শ্যেন ওয়ার্নের জীবনের স্পিন
বিজনেসটুডে২৪ ডেস্ক
বিনা মেঘে বজ্রপাতের মত চলে গেলেন অস্ট্রেলিয়া তথা বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ সারির অন্যতম শেন ওয়ার্ন। ক্রীড়া জগতে নেমে এসেছে প্রগাঢ় শোকের ছায়া। এমন একটি দিনে চিরবিদায় নিলেন এই কিংবদন্তি স্পিনার, যেদিন তাঁরই দেশীয় আরও এক খেলোয়াড় রডনি মার্শও মারা গেছেন। একই দিনে এমন জোড়া আঘাত বিশ্ব ক্রিকেটে আসতে পারে, ভাবাই যায়নি।
কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শেন ওয়ার্ন শুক্রবার থাইল্যান্ডে তার বিলাসবহুল বাংলোয় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বয়স হয়েছিল ৫২। ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে ওঁর বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া গেছে। মেডিকেল দল সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কিছু করার ছিল না। ওঁর পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা এই সময়ে প্রাইভেসি চাইছেন। সময়মতো বাকি তথ্য দেওয়া হবে।’
তার জীবনে বিতর্কের কমতি ছিল না। অবাধ নারীসঙ্গের খবরে বারবারই শিরোনামে এসেছেন তিনি। তাঁর নিয়মিত নেশা করা, ধূমপান করা নিয়ে বহু আলোচনা হয়েছে এত দিন। তাঁর উশৃঙ্খল জীবন নিয়ে রয়েছে নানা ঘটনাও। সেই কিংবদন্তি স্পিনারের মৃত্যুতে বড়সড় ধাক্কা লাগল অনেকের মনে। বিনা মেঘে বজ্রপাতের মতো তিনি চলে গেলেন।
ওয়ার্ন মানেই ম্যাজিক বল। তিনি মাইক গ্যাটিংকে আউট করেছিলেন বল অব দ্য সেঞ্চুরি ডেলিভারিতে। সেটাই ইতিহাস হয়ে রয়েছে। সারা ক্রিকেটমহল স্তম্ভিত। অস্ট্রেলিয়া মিডিয়া ফক্স স্পোর্টস প্রথম এই খবরটি জানায়।
স্পিনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন ওই বিখ্যাত অস্ট্রেলীয়। ১৯৯২ সালে ভারতের বিরুদ্ধেই টেস্টে অভিষেক হয়েছিল ওয়ার্নের। পরের বছর সুযোগ পান অস্ট্রেলিয়ার এক দিনের দলে। তার পর থেকে দীর্ঘ সময় ধরে চলেছিল লেগ স্পিনের জাদু।
কব্জির মোচড়ে লেগ স্টাম্পের বাইরের দিকের অংশে বল ফেলে তাবড় ব্যাটারদের ভেল্কি দেখিয়েছেন। কখনও বল পায়ের পিছন দিক দিয়ে স্টাম্পে গিয়ে লেগেছে। কখনও আবার ব্যাটারের সামনে দিয়েই অফ স্টাম্প নিয়ে উড়ে গিয়েছে।
কেরিয়ারে ১৪৫ টেস্ট খেলে মোট ৭০৮ উইকেট নিয়েছেন ওয়ার্ন। সেরা ৭১ রান দিয়ে ৮ উইকেট। এক ইনিংসে ৩৭ বার ৫ উইকেট বা তার বেশি নিয়েছেন। এক দিনের ক্রিকেটে ১৯৪ ম্যাচ খেলে ২৯৩ উইকেট গিয়েছে ওয়ার্নের ঝুলিতে। শুধু বল নয়, ব্যাট হাতেও কার্যকর ছিলেন তিনি। টেস্টে ৩১৫৪ ও এক দিনের ম্যাচে ১০১৮ রান তারই সাক্ষী।