Home আন্তর্জাতিক রাউন্ড-১৬ তে চলে গেল ইংল্যান্ড

রাউন্ড-১৬ তে চলে গেল ইংল্যান্ড

বিজনেসটুডে২৪ ডেস্ক

এক কথায় অবিশ্বাস্য। রসফোর্ডের জোড়া গোল ও ফোডেনের দুরন্ত ফিনিশে উড়ে গেল ওয়েলস। ৩-০ গোলে ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকেই রাউন্ড-১৬ তে চলে গেল ইংল্যান্ড ।

এদিন শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রাখার চেষ্টা করেছেন সাউথগেটের ছেলেরা। ছোট ছোট পাসে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে হ্যারি কেনের ইংল্যান্ড।

৯ মিনিটের মাথায় হ্যারি কেন ও মারকুইস রসফোর্ডের যৌথ চেষ্টায় প্রায় নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ওয়েলস গোলকিপার ড্যানি ওয়ার্ড। কেনের দুরন্ত থ্রু ধরে রসফোর্ড ঢুকে পড়েন ওয়েলসের বক্সে। কিন্তু ওয়ার্ডের ক্ষিপ্ততা সেই আক্রমণ আটকে দেয়।

ধারেভারে এগিয়ে থাকা ব্রিটিশ বাহিনীর থেকে নিজেদের পায়ে বল পেতে বেশ বেগ পেতে হয়েছে গ্যারেথ বেলদের। ম্যাচের শুরু থেকেই ইতিবাচক ফুটবল খেলতে দেখা যায় লুক শ-মারকুইস রসফোর্ডদের।

যদিও প্রথমার্ধে আক্রমণে গিয়েও একটি বারের জন্যও বিপক্ষের জাল নড়াতে পারেনি ইংল্যান্ড। কিন্তু প্রথম থেকে ওয়েলসের ওপর চাপ রেখে গেছে তারা। প্রথমার্ধ গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধের প্রথম ৭ মিনিটেই ম্যাচের রঙ বদলে দেন রসফোর্ড-ফিল ফোডেনরা।

ম্যাচের ৫০ মিনিটের মাথায় ফোডেনকে বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন ওয়েলস ডিফেন্ডার মেফাম। ফ্রিকিক নিতে যান রসফোর্ড। ২২ গজ দূর থেকে ডান পায়ে রসফোর্ডের দুরন্ত শট প্রতিহত করতে পারেননি ড্যানি ওয়ার্ড। ম্যাচের প্রথম গোল আসে ইংল্যান্ডের খাতায়।

সেই রেশ কাটতে না কাটতেই ৫১ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন ফোডেন। বাঁদিক থেকে হ্যারি কেনের বাড়ানো দুরন্ত বল পায়ে ধরে ওয়েলসের জালে জড়িয়ে দেন তিনি। ৬৮ মিনিটের মাথায় ফের গোল। এবারও রসফোর্ড। ক্যালভিন ফিলিফসের সুন্দর পাস ধরে রাইট উইং দিয়ে বল নিয়ে উঠে যান তিনি। তারপর এক অসামান্য শট ওয়েলসের তিন ডিফেন্ডারকে নড়তে দেয়নি। সোজা ওয়ার্ডের পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়।

ম্যাচের বাকি সময় একাধিক চেঞ্জ করেন ব্রিটিশ কোচ সাউথগেট। ম্যাচ জিতে গেছে বুঝতেই পেরেই হয়তো বেঞ্চে থাকা বাকি ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে দেখা যায় তাঁকে। ওয়েলসের রক্ষণ তখন কার্যত ধরাশায়ী। আক্রমণভাগ ভোঁতা হয়ে গেছে। তবে শেষের দিকে ওয়েলস গোলরক্ষক ওয়ার্ড যদি দুটি দুরন্ত সেভ না করতেন তাহলে হয়তো আরও গোল লেখা হত ইংল্যান্ডের নামের পাশে। বলাই চলে ইংল্যান্ডের দৃষ্টিনন্দন ফুটবল দেখল কাতারের আল বিন স্টেডিয়াম। রাউন্ড ১৬-তে ইংল্যান্ডের সামনে সেনেগাল।